২০২৪ শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়েছে, ফলাফল দেখতে ভিজিট করুন : www.result.npscpt.edu.bd ফলাফল দেখার ক্ষেত্রে শিক্ষার্থীর (স্টুডেন্ট আইডি) জানা প্রয়োজন। আগামী ৫ জানুয়ারি সকল শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মার্কসীট প্রদান করা হবে।

শিক্ষার জন্য এসো

নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ

North Point School & College

EIIN: 139839

সেবার জন্য বেরিয়ে যাও

Campus 1, North Point School and College

ক্যাম্পাস ১: ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিস্তৃত ক্যাম্পাস ১ |

বিবরণ ১:

  • যা যা রয়েছে- একাডেমিক ভবন, খেলার মাঠ, ক্যান্টিন, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ফুলের বাগান, অজুখানা, নামাজ ঘর, প্রার্থনা ঘর, পরিচ্ছন্ন বাথরুম ।

ক্যাম্পাস ১ এর নিয়মাবলী :

  • ১। সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে স্কুলে উপস্থিত হতে হবে।
  • ২। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে।
  • ৩। প্রাত্যহিক সমাবেশে নিয়মিত অংশগ্রহণ করতে হবে।
  • ৪। শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক পরিধান করে স্কুলে আসতে হবে।
  • ৫। স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।
  • ৬। অভিভাবক সমাবেশে অভিভাবকের অংশগ্রহণ বাধ্যতামূলক।
  • ৭। বার্ষিক শিক্ষা সফরে অংশগ্রহণ বাধ্যতামূলক।
  • ৮। ক্যাম্পাসে কোনো ছাত্র আসার সময় মূল্যবান দ্রব্যাদি যেমন-রেডিও, টিভি, কম্পিউটার, মোবাইল ফোন, সোনার আংটি, দামি ঘড়ি অথবা নগদ টাকা আনতে পারবে না।
  • ৯। কলেজ কর্তৃক অনুমোদিত পোশাক ছাড়া কোনো প্রকার রঙিন পোশাক আনতে পারবে না।
  • ১০। ক্যাম্পাসে আসার পূর্বেই ছাত্রদের চুল ছোট করে ছেঁটে আসতে হবে।
  • ১১। ছুটি কাটানোর পর অবশ্যই নির্ধারিত তারিখে ছাত্রকে ক্যাম্পাসে উপস্থিতি থাকতে হবে। গুরুতর অসুস্থতা ছাড়া কোনো কারণেই অতিরিক্ত সময় স্বগৃহে অবস্থান করতে পারবে না।|
  • ১২। প্রত্যেক অভিভাবককে কলেজের বেতনাদি যথাসময়ে পরিশোধ করতে হবে।

ক্যাম্পাস ১ এর বৈশিষ্ট :

  • ১। অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হয়।
  • ২। সকল পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমে প্রদান করা হয়।
  • ৩। বছরে তিনটি পরীক্ষা (প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক) সহ সাপ্তাহিক টেস্ট, মাসিক মডেল টেস্ট, সাডেন টেস্ট, বুস্টার টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
  • ৪। স্কুলে টিফিন ব্যবস্থা।
  • ৫। শিক্ষার্থীদের আবাসিক সুবিধা।
  • ৬। নিয়মিত মতবিনিময় সভা।
  • ৭। সাপ্তাহিক সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চা।
  • ৮। দূর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।
  • ৯। ইংরেজি, গণিত, বিজ্ঞান ও ধর্মীয় বিষয়ে বিশেষ গুরুত্ব।
  • ১০। সকল প্রকার জাতীয় দিবস উদযাপন।
  • ১১। বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা।
  • ১২। নিয়মিত ইংলিশ স্পোকেন ক্লাসের ব্যবস্থা।
  • ১৩। কম্পিউটার শিক্ষার প্রতি যথাযথ গুরুত্ব প্রদান।
  • ১৪। নিজস্ব পরিবহণ ব্যবস্থা।
  • ১৫। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করানো হয়।
  • ১৬। র্বাষকি ক্রীড়া, বর্তিক প্রতযিোগতিা ও সাংস্কৃতকি অনুষ্ঠান ।